HSC ICT Live Class

About Course
তুমি, সদ্য এসএসসি পাশ? বা এইচএসসি পরীক্ষার্থী হলে, HSC ICT Live Class কোর্সটি তোমার জন্যই। শুধুমাত্র গলাধকরণ নয় হাতে-কলমে আইসিটি শেখার বিকল্প নাই। প্রতিটি টপিকস ভেঙ্গে ভেঙ্গে, বাস্তব প্রয়োগ ও প্রমাণ করে দেখনোর মাধ্যমে আইসিটি পড়ানো হয়।
সরাসরিঃ শনি, সোম, বুধ ব্যাচ ও রবি, মঙ্গল, বৃহস্পতি ব্যাচ।
অনলাইনেঃ শনি, সোম, বুধ ব্যাচ ও রবি, মঙ্গল, বৃহস্পতি ব্যাচ ( গুগল মিটে লাইভ ক্লাস, রাত ৯-১০টা)।
সরাসরি কথা বলতে ০১৭১২-৯৪৯৪১০ নম্বরে যোগাযোগ করতে পারবে।
কেন HSC ICT Live Class কোর্স?
মুলত এই কোর্সের মাধ্যমে HSC ICT এর প্রত্যেকটি বিষয় ভেঙ্গে ভেঙ্গে, বাস্তব প্রয়োগ ও প্রমাণ করে দেখনো হয়।
যেমনঃ
- প্রতিটি টপিকস ভেঙ্গে ভেঙ্গে সহজ ভাষায় উপস্থাপন করে বুঝানো হয়।
- প্র্যাক্টিক্যাল ক্লাসগুলো সরাসরি ছাত্র-ছাত্রীদের করার সুযোগ আছে।
- কীভাবে একটি প্রোগ্রাম কাজ করে? – সেটি লাইভ প্রোগ্রাম রান করে দেখানো হয়।
- কীভাবে প্রোগ্রামে ইনপুট দিলে কীভাবে আউটপুট পরিবর্তন হয়?
- কীভাবে একটি ডেটাবেজ তৈরি করে? – সেটি লাইভ প্রোগ্রাম রান করে দেখানো হয়।
- কীভাবে একটি ডেটাবেজে ডেটা উনপুট দিলে কীভাবে কাজ করে? – সেটি লাইভ করে দেখানো হয়।
- কীভাবে একটি এলগোরিদমের উপর ভিত্তি করে প্রোগ্রাম রচনা করতে হয়? – সেটি লাইভ করে দেখানো হয়।
- এছাড়াও আরও অনেক আধুনিক পদ্ধতির মাধ্যমে সব টপিকস এর বাস্তবিক উদহরণ প্রয়োগ করে বুঝানো হয়।
HSC ICT যদি রুমি ভালো করে পড়, পরবর্তীতে কর্ম-জীবনে গিয়ে আইসিটি এর ব্যবহারিক জ্ঞান দরকার সেটা এই কোর্সের মাধ্যমেই অর্জন করতে পারবে।
এছড়াও তুমি যদি ফ্রিল্যান্সিং করতে চাও বা অনলাইনে কোম মাধ্যমে ঘরে বসেই উপার্জন করতে চাও তাহলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি থেকেই তুমাকে শক্ত ভিত্তি গড়ে নিতে হবে।
Course Content
প্রথম অধ্যায়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ? এর সুবিধা ও অসুবিধা
00:00 -
বিশ্বগ্রাম | বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ | বিশ্বগ্রাম এর সুবিধা
00:00 -
বিশ্বগ্রাম | বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ | বিশ্বগ্রাম এর সুবিধা
00:00